bengali content writing job-বাংলা কনটেন্ট রাইটিং জব | bengali content writer
Bengali content writing job- আপনি কি টাইপিংএ খুব স্পিডি,এবং কাজ খুঁজছেন বাংলা টাইপিং এর জন্য? তাহলে আপনাকে স্বাগতম কনটেন্ট বাংলা ভায়ায় লেখার জন্য নিয়োগ কর্মী নিয়োগ হচ্ছে,আপনিও আবেদন করতে পারেন।
Bengali content writing job |
এবার প্রশ্ন কি বা কোনটাকে বাংলাতে টাইপিং করতে হবে? সবার প্রথমে আসি টাইপিং জব কি? বেসিক্যালি সমস্ত কোম্পানি তাদের ডেটা সংরক্ষণ রাখতে ডেটা গুলিকে স্টোর করে।ডেটা বলতে যেমন-গ্রাহকের নাম,ঠিকানা,প্রোডাক্ট এর ডিটেলস,কতগুলি প্রোডাক্ট আসলো,কতগুলি গেল,কতগুলি গাড়িতে লোড হল এরকম বিভিন্ন ধরনের কাজ। এছাড়া খবরের কাগজেই টাইপিং বা এডিটরের কাজের জন্য আবেদন করতে পারেন তবে খবরের কাগজে আবেদনের জন্য আপনাকে খুব দক্ষ এবং স্পিডি হতে হবে।এখন আমরা যে কাজের জন্য কথা বলবো তা বেসিক বা স্টারটিং এর জন্য।
এক্ষেত্রে আপনার হালকা ইংরেজি নলেজ থাকতে হবে।অর্থাৎ স্পোকেন ইংলিস বলতে হবে এমন বাধ্যতা নেই তবে হ্যাঁ, যেন ইংরেজি পড়তে পারেন। কারন বংলা তো টাইপিং করবেন কিন্তু কোন ভাষাকে? সেক্ষেত্রে ইংরেজি থেকে বাংলা ভাষাতে টাইপিং করতে হয়। দেখো বেসিক্যালি প্রায় সব থেকেই অন্য ভাসায় টাইপিং এর জব আছে মার্কেটে কিন্তু আমাদেরকে পছন্দ করতে হবে আমরা কোনটা করবো। কারন এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আমরা কি কি ভাষা জানি তাইনা?
এবার আমরা অনেকেই হিন্দি বলতে পারি কিন্তু বলতে পারলেই হবে না।আমাদের কে হিন্দি পড়া জানতে লাগবে।কারন যখন তুমি হিন্দি ভাষায় টাইপ করবে বা হিন্দি থেকে অন্য ভাষায় টাইপ করবে তখন থোরিই কেউ সামনে বসে বসে হিন্দি শোনাবে আর আমরা শুনে শুনে টাইপ করবো,আপসোস এমনটা চাইলেও হবে না।বরং কোম্পানি একটা পেজের ব্যান্ডিল বা সিট দিবে যা দেখে আমাদের টাইপ করতে হবে।
এবার আসি কাজের কথায় এখানেও ইংরেজি থেকে বাংলাতে টাইপ করতে হবে।সমস্ত তথ্য নিচে দেওয়া আছে। 👇👇👇
কাজের বিবরণ
- পড়া এবং লেখার প্রতি ভালোবাসা
- দল হিসাবে বাড়ার দক্ষতা
- ভাল টাইপিং গতি
- শূন্যপদের সংখ্যা ১
শিক্ষা
- 10th pass
- 12th pass
- ফ্রেশার
বেতন
- এইচএস ₹ 3,000.00 - ₹5,000.00
- ফ্রেশার ₹ 6000 থেকে শুরু হচ্ছে
কাজের ধরণ
- ফুলটাইম
ভাষা
- ইংরেজি (Preferred)
অভিজ্ঞতা
- 1 বছর (Preferred)
Work Remotely
- সাময়িকভাবে COVID-19 এর কারণে
ঠিকানা
Touchwebb.com - Kolkata, West Bengal
তারিখ 26-09-2020
এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথায়।ফ্রেন্ডস অনলাইন কাজে ফ্রড/চিটিং প্রচুর হয়। যদিত এটা অফলাইন।তবুও অনলাইন বা অফলাইন কোনোপ্রকার টাইপিং কাজ করতে হলে কোনো স্ট্রাস্টেড সাইট বা স্ট্রাস্টেড কোম্পানি তে আবেদন করবেন সমস্ত কিছু ভালো করে জেনে।কারন পরিশ্রম করতেও অনেক পরিশ্রম লাগে। আর পরিশ্রম করার পর দাবির টাকা কেউ মেরে নিয়ে প্রচুর খারাপ লাগে।এই ছিলো টাইপিং সম্বন্ধে কিছ টিপস।
যদি পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সেই বন্ধুর সাথে যে টাইপিং জবে আগ্রহি।হ্যাঁ তুমিও আগ্রহি হলে,তুমিও আবেদন করতে পারো। thanks for reading😉💖
post link:- https://www.job-details-bangla.in/2020/09/bengali-content-writing-job.html
short link:- https://bit.ly/33N6evv
More related jobs 👇👇👇
No comments